গফরগাঁওয়ে ৩ ঘণ্টায় সেবা নিলেন তিনজন
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসাসেবার প্রথম দিনে তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রথম দিনে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক উম্মেল ওয়ারা খান চৌধুরী ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ কায়সার হাসান খান চিকিৎসাসেবা দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগেন পরিচালক ডা. শফিউর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মোহাম্মদ মাইনুদ্দিন খান মানিক, ডা. জিল্লুর রহমান প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মাইনুদ্দিন খান মানিক বলেন, সপ্তাহের চারদিন বিশেষজ্ঞ চিকিৎসক ও দুদিন হাসপাতালে কর্মরত চিকিৎসক চিকিৎসা দেবেন। রোগী দেখার জন্য জনপ্রতি ফি ৩০০ টাকা। এখানে পরীক্ষা-নিরীক্ষারও ব্যবস্থা থাকবে।
মঞ্জুরুল ইসলাম/এসআর/জিকেএস