অবৈধ মাটি তোলার দায়ে লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ৩০ মার্চ ২০২৩

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে রায়গঞ্জ পৌরসভার মহেশপুর মদকপাড়া এলাকায় এ অভিযান পরিচালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মন্ডল।

তিনি জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে ওই স্থানে অবৈধ মাটি উত্তোলন করে আসছিল একটি অসাধু চক্র। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও আরও বলেন, উপজেলার নিমগাছি বাজারে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা ও বাজার মনিটরিং করা হয়।

এম এ মালেক/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।