তেঁতুল পাড়তে গাছে উঠে প্রাণ গেলো ভ্যানচালকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২৭ মার্চ ২০২৩
ফাইল ছবি

বগুড়ার শাজাহানপুরে তেঁতুল পাড়তে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে আশরাফ আলী (৩০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার খরনা ইউনিয়নে ফেসকচাপড় গ্রামে গাছে তেঁতুল পাড়তে উঠে এ দুর্ঘটনা ঘটে।

আশরাফ আলী আড়িয়া ইউনিয়নের মানিকদিপা ফকিরপাড়া গ্রামের ইলিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, আশারাফ তার দুই বন্ধু আফজাল ওন শাহিনের সঙ্গে পাশের ফেসকচাপড় গ্রামে যান। সেখানে তেঁতুল পাড়ার জন্য গাছে ওঠেন আশরাফ। এসময় তেঁতুল গাছের ওপরে থাকা পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে স্পৃষ্ট হয়ে নিচে পাকা রাস্তায় পড়ে যান তিনি। স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।