আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে শোকজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৮:৪৯ এএম, ২৭ মার্চ ২০২৩

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ছাত্রলীগ। আগামী তিনদিনের মধ্যে জেলা ছাত্রলীগের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

রোববার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান সাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

আরও পড়ুন: পদ বাণিজ্যের অভিযোগে ছাত্রলীগ নেতাকে শোকজ

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা জাগো নিউজকে বলেন, সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী সব শাখার ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেন। তবে আমতলী উপজেলা ছাত্রলীগ এ নির্দেশনা অমান্য করেন। এছাড়াও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষেও কোনো ধরনের কর্মসূচি ছিল না তাদের। তাই তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাহবুবুল ইসলাম জাগো নিউজকে বলেন, কী কারণে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে সেটি জানা নাই। আমরা দুটি দিবসই পালন করেছি। রমজানের কারণে ২৬ মার্চের প্রোগ্রাম স্বল্প পরিসরে হয়।

মো. আব্দুল আলীম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।