নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, জরিমানা লাখ টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১০:০০ পিএম, ২৫ মার্চ ২০২৩

নাটোরের ঐতিহ্যবাহী জয়কালী বাড়ির মিষ্টির দোকান দ্বারিক ভান্ডারে অপরিচ্ছন্ন পরিবেশে কাঁচাগোল্লা উৎপাদন এবং বিপণন করার অপরাধে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২৫ মার্চ) বিকেল ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জয়কালী বাড়ি মন্দির সংলগ্ন মিষ্টির দোকান দ্বারিক ভান্ডার দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন পরিবেশে নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা উৎপাদন ও বিপণন করে আসছিল। দোকানের ভেতরে তেলাপোকা ও ইঁদুর বসবাস করে। প্রতিদিন হাজারও মানুষ এ দোকানের কাঁচাগোল্লা কিনে প্রতারণার শিকার হচ্ছেন। এ বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে দ্বারিক ভান্ডারের মালিক রবি কুন্ডুকে বারবার বলা হলেও তিনি কর্ণপাত করেননি। বছরের পর বছর ধরে নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি করে আসছেন। এজন্য দোকানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক মেহেদী হাসান। rkr

রেজাউল করিম রেজা/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।