অসহায় রোজাদারদের ভরসা ‘ইফতার খানা’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ২৪ মার্চ ২০২৩

রমজান মাসজুড়ে অসহায় রোজাদারদের জন্য বিনামূল্যে ইফতারের আয়োজন করেছে পটুয়াখালীবাসী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার (২৪ মার্চ) রমজানের প্রথম দিন অর্ধশতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

জানা যায়, পথচারী, দিনমজুর, রিকশাচালক থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষরা এখানে ইফতার করে। প্রতিটি ইফতারের প্লেটে ছোলা, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, জুস, পানি, কলা, খেজুর, জিলাপি দেওয়া হয়। বিত্তবানদের সহযোগিতা পেলে এ সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।

রিকশাচালক আলী আকবর বলেন, এখান দিয়ে যাচ্ছিলাম। দেখি রাস্তার পাশে ইফতার সাজিয়ে রাখা হয়েছে। আমাদের ইফতার করার জন্য ডাকা হচ্ছে।

দিনমজুর আইয়ুব আলী বলেন, হোটেল থেকে কিনে ইফতার খেতে হলে কমপক্ষে ৫০-৬০ টাকা খরচ হতো। কিন্তু এখানে ইফতার করতে পেরে সেই টাকা খরচ হয়নি। আলহামদুলিল্লাহ যাদের সহযোগিতায় ইফতার করতে পেরেছি আল্লাহ তাদের কবুল করুক।

পটুয়াখালীবাসী সংগঠনের সদস্য বাতেন হাওলাদার বলেন, বিত্তবানদের সহযোগিতা নিয়ে রমজান মাসে ‘ইফতার খানার’ আয়োজন করেছি। এখানে দিনমজুর, পথচারী ও ছিন্নমূল মানুষরা ইফতার করছে।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন বলেন, রোজাদারদের জন্য আমাদের সাহায্য সহযোগিতা সবসময় রয়েছে। প্রতিবছর আমরা রোজাদারদের জন্য বিভিন্ন পদ্ধতিতে ইফতার বিতরণ করে থাকি। এ বছর এলাকায় তার বসে খাওয়ার ব্যবস্থা করেছি। এখানে অসহায় নিম্ন আয়ের মানুষজন এসেছেন ইফতার করার জন্য। ইফতার শেষে নামাজের ব্যবস্থাও করেছি এখানে।

সংগঠনের সভাপতি মাহমুদ হাসান রায়হান বলেন, সারাবিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে নিম্ন খেটে খাওয়া মানুষের দিন অনেক কষ্টে যাচ্ছে। পবিত্র রমজান মাস উপলক্ষে তাদের কথা চিন্তা করে আমরা ‘ইফতার খানার’ আয়োজন করেছি।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।