আইসক্রিমের প্রলোভনে শিশু ধর্ষণ, তরুণ গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৩ মার্চ ২০২৩

ফরিদপুরের সালথা উপজেলায় পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে তাজিবুল (১৮) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ভাওয়াল ইউনিয়নের নান্নু মাতুব্বরের ছেলে।

বুধবার (২২ মার্চ) গভীর রাতে অভিযান চালিয়ে ফরিদপুর সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সালথা থানায় মামলা করেন।

বিজ্ঞাপন

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় অভিযুক্ত তাজিবুল ওই শিশুটিকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এসময় স্কুলছাত্রী চিৎকার করলে তাজিবুল তাকে ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যান।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ঘটনার পর শিশুটির বাবা মামলা করেন। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, এছাড়া অভিযুক্তকে ধরতে পুলিশ তৎপর ছিল। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে বুধবার মধ্যরাতে তাকে ফরিদপুর সদর এলাকা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এন কে বি নয়ন/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।