সুস্থ করার পর জেলে কামালকে ছেড়ে যাচ্ছে না বাজপাখিটি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২২ মার্চ ২০২৩

বাজপাখির সঙ্গে বন্ধুত্ব সৃষ্টি করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালীর কলাপাড়ার এক জেলে। প্রায় দুই বছর আগে পার্শ্ববর্তী খালে মাছ শিকারে যান উপজেলার মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামের জেলে কালাম পহলান (৪০)। এসময় একটি বাজপাখি অসুস্থ অবস্থায় খালের পাড়ে দেখতে পান। পরে তিনি পাখিটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ থেকেই শুরু হয় ওই কৃষক ও বাজপাখির মধ্যে সখ্য।

জেলে কালাম পহলান জাগো নিউজকে জানান, প্রায় ১৫ দিন চিকিৎসা শেষে তিনি পাখিটিকে খাঁচা থেকে মুক্ত করে দেন। কিন্তু পাখিটি তাকে ছেড়ে যায়নি।

আরও পড়ুন: ঘোড়ায় চড়ে বিয়েবাড়িতে বর, অতিথি হয়ে হেলিকপ্টার নিয়ে এলেন এমপি

বাড়ির আঙিনা, গাছের ডালসহ বিভিন্ন জায়গায় বিচরণ করছে বাজপাখিটি। জেলে কালাম পহলান আদর করে তার নাম দিয়েছেন ‘ডায়মন্ড’। ‘ডায়মন্ড’ বলে ডাকলেই পাখিটি তার কাছে চলে আসে। তার হাত এবং শরীরের ওপরে বসে খুনসুটি করে। পরে খাবার খেয়ে ফের চলে যায় গাছের মগডালে। তবে কিছুতেই কালাম পহলানকে ছেড়ে যাচ্ছে না পাখিটি।

বিপিনপুর গ্রামের ষাটোর্ধ্ব জলিল মোল্লা বলেন, ‘আমরা সবসময় দেখে আসছি বাজপাখি আমাদের পোষা প্রাণীকে খেয়ে ফেলে। এগুলো খুবই ভয়ানক। কিন্তু কালাম তার সঙ্গে বন্ধুত্ব করেছে। এটা বেশ কৌতূহলী।’

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘শুধু বাজপাখিই নয়, ভালোবাসা দিয়ে জয় করা যায় আরও বড় হিংস্র প্রাণীর মন। কালাম পহলান খুবই ভালো কাজ করেছেন। প্রাণীটি হিংস্র দেখেও তিনি না মেরে চিকিৎসা দিয়ে সুস্থ করেছেন।’

আসাদুজ্জামান মিরাজ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।