থানচিতে আগুনে পুড়লো অর্ধশতাধিক দোকান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৯:১১ এএম, ২২ মার্চ ২০২৩
বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে

বান্দরবানের থানচি উপজেলায় অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। তবে কোনো হতাহত নেই বলে জানা গেছে। বুধবার (২২ মার্চ) ভোরে উপজেলার বলিবাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে জামালের নীলগিরি গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন জ্বলতে দেখা যায়। হঠাৎ দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। বাজারের ফরেস্টারের দোকানের পর থেকে মসজিদ মার্কেট পর্যন্ত প্রায় অর্ধশতাধিক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩-৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

jagonews24

থানচি ফায়ার সার্ভিসের লিডার পেয়ার মোহাম্মদ জাগো নিউজকে বলেন, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি পরে জানা যাবে।

থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জাগো নিউজকে বলেন, অন্তত পক্ষে ৫০-৬০টি দোকান আগুনে পুড়ে গেছে। বিস্তারিত পরে জানা যাবে।

নয়ন চক্রবর্তী/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।