স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতা বদল চাইলে বিএনপিকে জনগণের রায়ে আসতে হবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২১ মার্চ ২০২৩
সাংবাদিকদের সঙ্গে আলপা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল

বিএনপি নির্বাচনে আসবে কি-না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে ক্ষমতা বদল করতে হলে তাদের (বিএনপি) জনগণের রায়ে নির্বাচন কমিশনের নির্বাচনের মাধ্যমেই আসার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে নব নির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আমরা অতীতে দেখেছি ষড়যন্ত্রের মাধ্যমে যারা নির্বাচনে এসেছে, কিংবা ক্যান্টনমেন্টের সহযোগিতায় ক্ষমতায় এসেছে, আমাদের আদালত তাদের অনির্বাচিত ঘোষণা করেছে। তবে রাজনৈতিক দল হিসেবে বিএনপির নির্বাচনে আসা উচিত।

নীলফামারীর চিলাহাটি ও ভারতের হলদিবাড়ির আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন চালুর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থলবন্দর ও চেকপোস্ট চালুর বিষয়টি হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতায়। নৌ পরিবহন মন্ত্রণালয় যেদিনই চাইবে আমরা সেদিনে ইমিগ্রেশন চালু করে দেবো।

ক্ষমতা বদল চাইলে বিএনপিকে জনগণের রায়ে আসতে হবে

বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের পর ফলকের পাশেই একটি কামিনী ফুলের চারা রোপণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি (চলতি দায়িত্ব) মিজানুর রহমান, রংপুর মেট্রো পলিটন পুলিশের কমিশনার নূরে আলম মিনা, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ সহ জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক।

উদ্বোধন শেষে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে নীলফামারী পুলিশ লাইনে মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রাজু আহম্মেদ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।