বাজুসের সাবেক সভাপতি

‘ভবিষ্যতে বাংলাদেশের স্বর্ণ বিদেশে রপ্তানি হবে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ২০ মার্চ ২০২৩

স্বর্ণ ব্যবসায়ীদের উদ্দেশে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাবেক সভাপতি এনামুল হক খান বলেছেন, নরসিংদী স্বর্ণশিল্প গড়ে তোলার জন্য উপযুক্ত জায়গা। আমরা স্বর্ণ ব্যবসায়ীরা সমবায় সমিতির মাধ্যমে নিজেদের পুঁজি একত্র করে স্বর্ণশিল্প গড়ে তুলতে পারি। ভবিষ্যতে বাংলাদেশের স্বর্ণ রপ্তানি হবে বিদেশে।

তিনি বলেন, যতদিন না আমরা স্বর্ণ বিদেশে রপ্তানি করতে পারবো ততদিন পর্যন্ত আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। তাই আমাদের সবাইকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে সৎভাবে এগিয়ে যেতে হবে।

jagonews24

সোমবার (২০ মার্চ) দুপুরে নরসিংদী চিয়াংরাইজ চাইনিজ রেস্টুরেন্টে বাজুস নরসিংদী জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নরসিংদী জেলা শাখার সভাপতি মিঠু রঞ্জন ধরের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপের সহ-সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, কার্যনির্বাহী সদস্য ও সদস্য সচিব রিপনুল হাসান, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং পবিত্র চন্দ্র ঘোষ, বাজুসের সহকারী সাধারণ ব্যবস্থাপক (মানবসম্পদ) তানভীর আহমেদ প্রমুখ।

jagonews24

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অতিথিদের সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।


সঞ্জিত সাহা/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।