রাঙামাটি অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০৭ এএম, ১৭ জুলাই ২০১৪

অটোরিকশা ছিনতাইয়ের প্রতিবাদে ঘটনায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে রাঙামাটি জেলা পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে।

এর আগে বুধবার রাত পৌনে ১০টায় জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষে এই ঘোষণা দেন চালক সমিতির নেতা রহুল আমিন।

নেতারা এই সময় বলেন, প্রশাসন আমাদের কাছ থেকে পর্যাপ্ত সময় নিয়েও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার ও পাহাড়ি সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারেনি। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ঘোষণা করছি।

এ সময় উপস্থিত ছিলেন- মালিক সমিতির নেতা শহিদুজ্জামান মহসিন রোমান, চালক সমিতির সভাপতি আলী আজগর, অটোরিকশা সমিতির সভাপতি আবদুল জলিল, মনা বড়ুয়াসহ পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।