হবিগঞ্জ

হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের দাবিতে চলছে না বাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১০:৪৪ এএম, ১৯ মার্চ ২০২৩
জেলা থেকে কোনো বাস ছেড়ে যায়নি

হবিগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের সুবিধা এবং পুলিশি হয়রানি বন্ধসহ ৯ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

ফলে রোববার (১৯ মার্চ) ভোর ৬টা থেকে জেলা থেকে কোনো বাস ছেড়ে যায়নি। পরিবহন না পেয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

হোসাঈন আহমদ নামে এক কলেজ ছাত্র বলেন, ‘পরীক্ষা দিতে মাধবপুর যাবো। তাই বাস টার্মিনালে এসে দেখি গাড়ি চলাচল বন্ধ। কীভাবে কেন্দ্রে যাবো। এখন আমার পরীক্ষা দেওয়াই অনিশ্চিত হয়ে গেছে।’

সহকারী অধ্যাপক শাহ ফরাসুল ইসলাম বলেন, ‘সিলেট যেতে বাস টার্মিনালে এসেছি। কিন্তু সব গাড়ি বন্ধ। এটি হতে পারেনা। কবে যে মানুষের এ ভোগান্তি শেষ হবে কে জানে।’

মো. শাহাব উদ্দিন নামে এক যাত্রী বলেন, ‘অ্যাম্বুলেন্সকে হাসপাতালের ভেতরে জায়গা দেয় না এ জন্য নাকি তারা ধর্মঘট ডেকেছে। আমার প্রশ্ন হলো হাসপাতালের ভেতরে কেন অ্যাম্বুলেন্স বাইরে তাদের কোনো একটি স্ট্যান্ড করে নিক। তাহলেই হয়। এর সঙ্গে বাসের কী সম্পর্ক। এভাবে কী চলতে পারে। সামান্য ইস্যুতেই তারা বাস বন্ধ করে দেয়। এগুলোর আসলে একটি সুরাহা দরকার।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়ের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

এদিকে শ্রমিক ইউনিয়নের ডাকা কর্মবিরতি অযৌক্তিক ও অমানবিক বলে তা প্রত্যাখ্যান করেছে হবিগঞ্জ প্রেস ক্লাবসহ সব সাংবাদিক সংগঠন। একই সঙ্গে তাদের ডাকা সংবাদ সম্মেলন বয়কটও করা হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।