বরগুনায় মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার ডিবি পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১৮ মার্চ ২০২৩
ফাইল ছবি

বরগুনার পাথরঘাটা উপজেলায় মাদক উদ্ধারের সময় ডিবি পুলিশের এক সদস্যসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে মাদক কারবারিরা। শনিবার (১৮ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের সদস্য প্রিন্স এবং পুলিশের সোর্স রিপন ও সাগর। এদের মধ্যে রিপনের অবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালায়। এ সময় মাদক কারবারিরা ডিবি পুলিশের অবস্থান টের পেয়ে অতর্কিতভাবে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় কুপিয়ে গোয়েন্দা পুলিশের এক সদস্যসহ তিনজনকে জখম করে তারা। পরে অভিযানে সঙ্গে থাকা দলের অন্য সদস্যরা আহতদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোস্তফিজুর রহমান তুহিন বলেন, রিপনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনজনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

এই বিষয়ে পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সালে বলেন, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।