যুবলীগ নেত্রীর জমি দখল করে ঘর তুললেন বিএনপি নেতা
জামালপুরের মেলান্দহে যুবলীগ নেত্রীর জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে মনোয়ার হাওলাদার নামের এক বিএনপির নেতার বিরুদ্ধে। তিনি পৌর বিএনপির আহ্বায়ক। এক সপ্তাহ ধরে বিভিন্ন মহলে ঘুরেও প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ যুবলীগ নেত্রীর।
ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, উপজেলার নয়ানগর এলাকার বাসিন্দা উপজেলা যুবলীগের মহিলাবিষয়ক সম্পাদক জেসমিন আলম। কিছুদিন ধরে ক্রয়কৃত জমি নিয়ে তার সঙ্গে পৌর বিএনপির আহ্বায়ক মনোয়ার হাওলাদারের (৫৮) দ্বন্দ্ব চলে আসছে। শনিবার (১১ মার্চ) পারিবারিক কাজে জামালপুর শহরে যান জেসমিন আলম। এসময় বাড়িতে কোনো লোকজন না থাকার সুবাদে মনোয়ার হাওলাদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী ৯ শতাংশ জমি দখল করেন। পরে ওই বসতভিটায় টিনের ঘর নির্মাণ করেন। এরপর থেকে নিরাপত্তা ঝুঁকিতে বাড়িতে ঢুকতে পারছেন না জেসমিন আলম ও তার পরিবার।
যুবলীগ নেত্রী জেসমিন আলম অভিযোগ করে বলেন, ‘বসতভিটার জমি দখল করে বাড়ির চারপাশে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মনোয়ার হাওলাদের লোকজন দিনরাত মহড়া দিচ্ছেন। সন্ত্রাসীদের ভয়ে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।’
জেসমিন আলমের স্বামী শামসুল আলম বলেন, ‘মূলত গত পৌর নির্বাচন নিয়ে তাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব চলছে। পৌর নির্বাচনে নিজ কেন্দ্রে ফেল করার কারণ হিসেবে আমাদের দোষারোপ করা হয়। নির্বাচনের পর থেকে আমাদের ক্রয়কৃত জমির মধ্যে তাদের জমি দাবি করে বিবাদে জড়ান মনোয়ার হাওলাদার। এখন ওই জমিতে জোর করে ঘর তুলেছেন ওই নেতা।’
অভিযোগ অস্বীকার করে মেলান্দহ পৌর বিএনপির আহ্বায়ক মনোয়ার হাওলাদার বলেন, তার নেতৃত্বে জমি দখলের অভিযোগ সঠিক নয়। এমন অভিযোগ মিথ্যা-বানোয়াট।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়ে শনিবার (১৮ মার্চ) দুপুরে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে পৌর বিএনপির সদস্য মজনু মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নাসিম উদ্দিন/এসআর/জেআইএম