খুলনার বাজারে বেড়েছে মাছ-সবজির দাম
রমজানকে কেন্দ্র করে খুলনার বাজারে সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে। বেগুন-সীমসহ প্রায় সব সবজির দাম কেজিতে ২০ টাকার বেশি বেড়েছে। সবধরনের মাছের দাম কেজিতে ৫০-১০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
বাজার ঘুরে দেখা যায়, শীতকালের সবচেয়ে আকর্ষণীয় সবজি হিসেবে পরিচিত ফুলকপি আর বিটকপি বাজারে নেই। সেই জায়গা দখল করেছে সজনে আর পটল। এ দুই সবজির দাম নেই ক্রেতাদের নাগালের মধ্যে।
বিক্রেতারা বলছেন, বছরের এ সময়টা খরা চলে। ফলে বৃষ্টি না থাকায় সেচ দিয়ে কেউ এখন সবজি উৎপাদন করতে চায় না। ফলে যা পাওয়া যায় তা অধিক দামি হয়ে থাকে।
অন্যদিকে ক্রেতারা বলছেন, বাজারে সবজি সরবরাহে কোনো কমতি নেই। তবুও দাম কমে না। নগরীর টুটপাড়া জোড়াকল বাজার, মিস্ত্রিপাড়া বাজার, গল্লামারী বাজার ঘুরে দেখা যায় বাজারগুলোতে সবজির আমদানি গত সপ্তাহের তুলনায় অনেক কম।
আরও পড়ুন: দেশে নিত্যপণ্যের বাজারমূল্য উল্লেখযোগ্য হারে কমেছে
টুটপাড়া জোড়াকল বাজারে গিয়ে দেখা যায়, বাজারে নতুন সবজি হিসেবে এখন পরিচিত থাকা সজনে বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজিতে। আর কয়েকদিন আগে ৩০-৪০ টাকায় বিক্রি হওয়া বেগুন বর্তমানে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বাঁধাকপি ২০ টাকা, পেঁপে ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, পটল ৫০ টাকা, উচ্চে ৬০ টাকা, লাউ ৩০-৪০ টাকা, কচু ৫০-৬০ টাকা, পুইশাকসহ অন্যান্য শাক ৩০-৪০ টাকা। কাঁচামরিচের দাম একটু কমে ৬০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ তিন কেজি একশত টাকা, আলু পাঁচ কেজি একশত টাকা, রসুন ১০০ টাকা এবং আদা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
টুটপাড়া জোড়াকল বাজারের মাছ বিক্রেতা বাদশা হাওলাদার জানান, বাজারে চিংড়ি ৪৮০-৬০০ টাকা, রুই মাছ (এক কেজি) ২৮০ টাকা, এক কেজির পরে ৩৫০ টাকা, একই দরে বিক্রি হচ্ছে কাতলা ও মৃগেল মাছ। পাঙাশ মাছ ১৮০-৩০০ টাকা, ভেটকি মাছ ৬০০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, টাকি মাছ ৩০০ টাকা, পাবদা ৩৫০ টাকা, চাষের সিং মাছ ৩৫০ টাকা, কৈ মাছ ৩০০ টাকা, মাগুর মাছ ৪০০ টাকা, পার্শে মাছ ৩৫০-৫৫০ টাকা, এছাড়া সাগরের নানা প্রজাতির মাছ বিক্রি হচ্ছে ২০০-২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে গত বুধবার ব্যবসায়ীদের সঙ্গে সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের এক বৈঠকে গরু ও খাসির মাংসের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন গরুর মাংসের কেজি ৭০০ টাকা। খাসির মাংস কেজিপ্রতি বিক্রি হবে ৯৫০ টাকা।
আলমগীর হান্নান/আরএইচ/এএসএম