দুই ঘণ্টা পর নারায়ণগঞ্জে ভবনের আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ভবনে বিস্ফোরণের পর লাগা আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পুরনো ভবনটিতে বিস্ফোরণের পর আগুন লেগে যায়৷ এতে একজন মারা যান। আহত হয়েছেন অন্তত ৯ জন৷ খবর পাওয়া মাত্রই নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে পরে বলা সম্ভব হবে।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে নিতাইগঞ্জের ডালপট্টি এলাকার পুরনো একটি দোতালা ভবনে এ ঘটনা ঘটে৷ এতে আওলাদ (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আহতরা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/এএসএম