তাবলিগে গিয়ে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ১৫ মার্চ ২০২৩
ফাইল ছবি

বরগুনার তালতলীতে পুকুরে গোসলে নেমে মো. হোসাইন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে।

মো. হোসাইন ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার মো. বদরুজ্জামান কামালের ছেলে।

এ ঘটনায় হোসাইনের তাবলিগ জামাতের সঙ্গী আব্দুল বাকি বলেন, দুপুরে হোসাইন আমাদের দুই সঙ্গীর সঙ্গে গোসল করতে উপজেলা পরিষদের পুকুরে নামেন। এরপর ওই পুকুরের পানির নিচে ডুবে যান হোসাইন। সঙ্গীরা বিষয়টি টের পেয়ে স্থানীয় প্রশাসনকে জানালে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, পুকুরে ডুবে হোসাইন নামের একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে এ ঘটনায় এখনো কেন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।