দুই প্রতিবন্ধীর বিয়েতে ১০ ভ্যান নিয়ে এলাকাবাসীর আনন্দ র‌্যালি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ১৪ মার্চ ২০২৩

কুড়িগ্রামের ফুলবাড়িতে প্রতিবন্ধী মনেশ্বর (২৫) ও সাবিত্রী রায়ের (১৯) বিয়ের আনন্দে ১০টি ভ্যান নিয়ে ঢাকঢোল পিটিয়ে আনন্দ র‌্যালি করেছেন স্থানীয়রা। ব্যতিক্রমী এই আয়োজন করে নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন তারা।

বর মনেশ্বর উপজেলার নাওডাঙা ইউনিয়নের শিমুল বাড়ি গ্রামের বিরেণ রায়ের ছেলে। কনে সাবিত্রী রায় পার্শ্ববর্তী জেলা লালমনিরহাটের আদিতমারী এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল থেকে উপজেলার নাওডাঙ্গা ও শিমুলবাড়ী ইউনিয়নের বিভিন্ন সড়কে আনন্দর‌্যালি করেন নবদম্পতির আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী।

স্থানীয়রা জানান, এলাকাবাসীর আয়োজনে এ ব্যতিক্রমী বিয়ের আয়োজন করা হয়। তাদের বিয়ের আনন্দে মঙ্গলবার সকাল থেকে ১০টি ভ্যান ও একটি অটোরিকশাযোগে ঢাকঢোল পিটিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করা হয়। এ আনন্দ র‌্যালিতে অংশ নেন বরের আত্মীয়-স্বজনসহ প্রায় দুই শতাধিক নারী-পুরুষ। সব কিছুর ব্যয় বহন করেন এলাকাবাসী।

সুশান্ত নামের এক যুবক বলেন, সমাজে পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য এরকম উৎসাহ উদ্দীপনা দেওয়ার ঘটনা খুব কম। মূলত এই বিয়েটা একেবারেই ব্যতিক্রমী। এলাকাবাসী বিয়ের আনন্দে পাত্র-পাত্রীকে নিয়ে বিভিন্ন সড়কে ঢাকঢোল পিটিয়ে আনন্দ করছেন। শত শত মানুষ রাস্তায় দাঁড়িয়ে এই আনন্দ দেখেছেন।

এ বিষয়ে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাসেন আলী বলেন, দুই শারীরিক প্রতিবন্ধীর বিয়ের আয়োজন করেন স্থানীয় লোকজন। সেই বিয়ের আনন্দে আজ তারা ভ্যান নিয়ে আনন্দ র‌্যালি করেছেন।

সোমবার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। বর প্রতিবন্ধী ভাতার অন্তর্ভুক্ত আছে বলে জানা গেছে।

ফজলুল করিম ফারাজী/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।