নাসিক ভবনের সামনে ময়লা ফেলে পরিচ্ছন্ন কর্মীদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ১৪ মার্চ ২০২৩

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ভবনের সামনে ময়লা-আবর্জনা ফেলে বিক্ষোভ করেছে পরিচ্ছন্নকর্মীরা।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে তারা এ বিক্ষোভ করেন। এসময় পরিচ্ছন্নকর্মীরা সিটি করপোরেশনের কয়েকটি গাড়িতেও ময়লা ছুঁড়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী তার কক্ষ থেকে নিচে নেমে আসেন। তখন আইভীর সামনেই বিক্ষোভ করেন পরিচ্ছন্নকর্মীরা। এক পর্যায়ে আইভী চলে গেলে পরিচ্ছন্নকর্মীরা মিলে পরিচ্ছন্ন কর্মকর্তা শ্যামল চন্দ্র পালকে ধাওয়া করে।

jagonews24

পরিচ্ছন্ন কর্মী অর্জুন জাগো নিউজকে বলেন, অনেকদিন ধরে শহর পরিষ্কার করে আসছি। আইভী পৌরসভার চেয়ারম্যান থেকে মেয়য় হয়েছেন। কিন্তু আমাদের কোনো উন্নয়ন হয়নি। আমরা এখনও আগের মতোই মজুরি পায়। যা দিয়ে সংসার চলে না। আমাদের বেতন বাড়াতে এবং আবাসনের স্থায়ী ব্যবস্থা করতে হবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি শিমুল দাস জাগো নিউজকে বলেন, দৈনিক ১৭৫ টাকা মজুরিতে চার ঘণ্টা কাজ করি। এ মুজরিতে সংসার চলে না। এখন আবার নতুন করে পাঁচ হাজার টাকা করে বাসা ভাড়া নির্ধারণ করেছে। এ ভাড়া কিভাবে দেব।

jagonews24

তিনি আরও বলেন, আমাদের চাকরি স্থায়ীর পাশাপাশি দৈনিক নূন্যতম ৭৫০ টাকা ও ট্রাক শ্রমিকদের জন্য ৮৫০ টাকা দিতে হবে। একই সঙ্গে উৎসব ভাতা, স্থায়ী নিয়োগপত্র, কর্মস্থলে দুর্ঘটনায় মৃত্যু হলে পাঁচ লাখ, স্বাভাবিক মৃত্যুতে সৎকারের জন্য ৫০ হাজার, প্রতি ওয়ার্ডে দুইজন ডোম নিয়োগ, সিদ্ধিরগঞ্জ ও বন্দর অঞ্চলে স্থায়ী আবাসের জন্য বহুতল ভবন নির্মাণ করতে হবে।

তবে বিক্ষোভ চলাকালে মেয়র আইভী এসে বলেন, বেতন ৮ হাজার টাকা ও বাসা ভাড়া ৫ হাজার টাকা দেওয়া হবে। আর সকলের চাকরি অস্থায়ী।

jagonews24

ঘটনাস্থলে উপস্থিত হওয়া নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, মেয়র আগেই তাদের বেতন বৃদ্ধি করেছে। কিন্তু ফান্ডের অভাবে অনেকের বেতন দেওয়া হচ্ছে না। এরপরও আন্দোলনকারীরা বিক্ষোভ করে। পরে তাদের বুঝিয়ে শুনিয়ে ভবন থেকে সরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।