বাসচাপায় শিক্ষকের মৃত্যু, স্ত্রী হাসপাতালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:২০ পিএম, ১১ মার্চ ২০২৩

লক্ষ্মীপুরের কমলনগরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ মার্চ) বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের হাজিরহাট বাজার এলাকার নুরিয়া হাফিজিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুল মান্নান। তিনি ও তার স্ত্রী কমলনগর উপজেলার মতিরহাট সংলগ্ন চর কালকিনি কে আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তবে তার স্ত্রীর নাম জানা যায়নি। তারা উপজেলার নাছিরগঞ্জ এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, আবদুল মান্নান তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে কমলনগরের হাজিরহাটের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে আবদুল মান্নান ও তার স্ত্রী দুজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুল মান্নানকে মৃত ঘোষণা করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাজল কায়েস/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।