শবে বরাতে মাংসের দাম বেশি নেওয়ায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শবে বরাতের দিন পণ্যতালিকা লুকিয়ে মাংসের দাম বেশি নেওয়ায় সাত প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে চৌমুহনীর কাঁচা বাজারে এ অভিযান চালান ভোক্তা অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক (ডিডি) মো. কাওছার মিয়া।
তিনি জাগো নিউজকে বলেন, শবে বরাত উপলক্ষে ৭০০ টাকা কেজির গরুর মাংস বিক্রি করছে ৭৫০ টাকা। বয়লার ও সোনালি মুরগির দোকানে পণ্য তালিকা লুকিয়ে রেখে অতিরিক্ত দামে বিক্রি করছিল।
কাওছার মিয়া আরও বলেন, এ অপরাধে চৌমুহনীর গোলবাড়িয়া রোড়ের শাহজাহান ব্রয়লারকে তিন হাজার, রনি মাংসের দোকানকে এক হাজার, আবদুর রব অ্যান্ড সন্সকে এক হাজার, হাজী সফি উল্যাহ অ্যান্ড আদার্সকে এক হাজার, ফাতেমা পোল্ট্রিকে দুই হাজার, নুরুল ইসলাম মাংসের দোকানকে এক হাজার ও জান্নাত ব্রয়লারকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এসজে/এএসএম