মৌলভীবাজারে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার ২


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০১ মার্চ ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় মানবতাবিরোধী অপরাধ মামলায় আব্দুল মান্নান ও আব্দুল আজিজকে গ্রেফতার করেছে পুলিশ। আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মঙ্গলবার দুপুর ২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বড়লেখা পৌর শহরের পাখিয়ালা গ্রামের সাবেক ব্যাংকার আব্দুল আজিজ হাবুল ও উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম গ্রামের আব্দুল মান্নান মনাই মিয়া।

পুলিশ জানায়, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বড়লেখা উপজেলায় মানবতাবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ড ও স্বাধীনতার বিরোধীতা করার অভিযোগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। দায়ের করা মামলা নং-৩/২০১৬।

ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারির কপি সকালে বড়লেখা থানায় আসার পর নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।