সাজেকে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ০৩ মার্চ ২০২৩

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পর্যটকবাহী জিপ (চাঁদের গাড়ি) খাদে পড়ে ঘটনাস্থলেই এক পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (৩ মার্চ) বিকেলে সাজেক পর্যটনকেন্দ্রের খাস্রাং রিসোর্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পর্যটকের নাম ফারদিন হাছান বিশাল (৩৫)। তার বাড়ি ঢাকার শ্যামপুরে। তিনি ট্যুরিস্ট গাইড ছিলেন বলে জানা গেছে।

খাস্রাং হিল রিসোর্টের সহকারী ব্যবস্থাপক প্রদীপ চাকমা বলেন, ‘বিকেলে ৮-১০ জন পর্যটক নিয়ে একটি জিপে করে কংলাক পাহাড়ের দিকে যান। ফেরার পথে গাড়িটি পাহাড়ি পথে উঠতে না পেরে খাদে পড়ে যায়। এতে একজন মারা গেছে বলে শুনেছি। আহতদের উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাড়িটি এখনো খাদেই আছে।’

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়ির নিচে চাপা পড়ে পর্যটক ফারদিন হাছান মারা যান। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

সাইফুল উদ্দীন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।