ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসাশিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ০২ মার্চ ২০২৩
প্রতীকী ছবি

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রকে (১৪) বলাৎকারের অভিযোগে আবু রায়হান (২২) নামের এক মাদরাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ মার্চ) রাতে মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শিক্ষক আবু রায়হান উপজেলার বুড়ইল ইউনিয়নের নুন্দহ গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি উপজেলার আলপুনিয়া মুজাদ্দেদিয় দারুসসুন্নাহ হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে এক ছাত্রকে একটি কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন শিক্ষক আবু রায়হান। পরে ওই ছাত্র মোবাইল ফোনে তার বাবাকে বিষয়টি জানায়। পরে শিশুটির বাবা মাদরাসায় গিয়ে অন্যান্য শিক্ষক ও স্থানীয়দের জানান। এতে স্থানীয়রা উত্তেজিত হয়ে ওই শিক্ষকের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি ঘটনা স্বীকার করেন। পরে স্থানীয়রা তাকে মারধর করে থানায় খবর দেন। পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসাশিক্ষক আবু রায়হানকে গ্রেফতার করা হয়েছে।

 

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।