রেললাইনে শুয়ে ছিলেন যুবক, কাটা পড়লেন ট্রেনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
রেললাইনে উৎসুক জনতার ভিড়

নীলফামারীর ডোমার উপজেলায় রেললাইনের ওপর শুয়ে ট্রেনের নিচে প্রাণ দিয়েছেন রমজান আলী (৩০) নামের এক যুবক।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে চিলাহাটি স্টেশন থেকে ৫০০ গজ দূরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চিলাহাটি স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। এ সময় স্টেশন থেকে ৫০০ গজ দূরে রমজান আলীকে শুয়ে থাকতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে চলন্ত ট্রেনে কাটা পড়েন তিনি। দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে চিলাহাটি রেলওয়ে স্টেশন মাস্টার নাজনিন পারভিন জাগো নিউজকে বলেন, স্থানীয় লোকজন আত্মহত্যা বলছে। রেল পুলিশ মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করবে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশ ঘটনাস্থলে আছে। পরে বিস্তারিত জানা যাবে।

রাজু আহম্মেদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।