কালীগঞ্জ সীমান্তে বিএসএফের নির্যাতনে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

লালমনিরহাটের কালীগঞ্জের চন্দ্রপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে আহত যুবক সুমন মিয়ার (২৫) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুমন মিয়া কালীগঞ্জ উপজেলার উত্তর বালাপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।

বিজিবি ও পুলিশ জানায়, ২৫ ফেব্রুয়ারি মধ্যরাতে বুড়িরহাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেনসিডিল আনছিল কয়েকজন। এ সময় বিএসএফ তাড়া দিলে সবাই পালাতে পারলেও আটক হন সুমন। তাকে নির্যাতনের পর সীমান্তে ফেলে রেখে যায় বিএসএফ। সহযোগীরা সুমনকে উদ্ধার করে গোপনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান হাবিব জাগো নিউজকে বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি রিপোর্ট আমার কাছে এসেছে। তদন্তের জন্য ঘটনাস্থলে এসেছি।

তিনি আরও বলেন, সীমান্তে গেলে বিএসএফ তার মাথা ও বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। কালীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

রবিউল হাসান/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।