ভুয়া কাগজপত্র নিয়ে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ, যুবকের জেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

সাতক্ষীরায় জাল কাগজপত্র নিয়ে পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের অভিযোগে শান্তনু মণ্ডল (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

শান্তনু মণ্ডল জেলার আশাশুনি থানার নাকতাড়া এলাকার সতীশ মণ্ডলের ছেলে।

পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, সোমবার পুলিশ লাইনে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা শুরু হয়। শান্তনু মণ্ডল নামের এক ব্যক্তির সার্টিফিকেটসহ বেশকিছু কাগজপত্র ভুয়া প্রমাণিত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ্ আল আমিন।

সোমবার সকাল ৮টা থেকে সাতক্ষীরা পুলিশ লাইনে কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু হয়। এতে জেলার ৭৬ পদের বিপরীতে দুই হাজার ৬৪৯ জন পরীক্ষায় অংশ নেয়।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।