সবজিক্ষেতে অজগর
বাগেরহাটের শরণখোলায় সবজিক্ষেত থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। সাপটি লম্বায় আট ফুট। ওজন প্রায় ১০ কেজি।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর সোনতালা গ্রামের কৃষক মোসলেম খানের বাড়ির সবজিক্ষেত থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
শরণখোলা উপজেলার ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) দলনেতা আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কৃষক মোসলেম খান তার সবজিক্ষেত পরিচর্যা করতে গিয়ে অজগরটি দেখতে পান। পরে তিনি ফোন করে আমাদের জানালে আমরা গিয়ে সাপটি উদ্ধার করি। পরে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসএিফ) শামসুল আরেফিন বলেন, ওয়াইল্ড টিম, সিপিজি ও ভিটিআরটি সদস্যরা অজগরটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসেন। পরে রেঞ্জ অফিস এলাকার বনে অবমুক্ত করা হয়েছে।
এসআর/এমএস