হাতুড়িপেটায় কৃষক হত্যা, অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:২০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে আমিরুল ইসলাম (৫০) নামের এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোনাইগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। আমিরুল ইসলাম ওই গ্রামের ফজলুল হকের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সেচযন্ত্র স্থাপন নিয়ে স্থানীয়দের সঙ্গে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাইয়ের বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে তাকে মীমাংসা করে নিদে তার চাচাতো ভাই আমিরুল ইসলাম অনুরোধ করেন। এর জের ধরে রোববার রাত সাড়ে ৮টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার সময় আওয়ামী লীগ নেতা আব্দুল হাইসহ তার সহযোগীরা আমিরুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। তাকে সড়কের পাশের একটি জলাশয়ে ফেলে চলে যান।

আরও পড়ুন: কৃষককে কুপিয়ে হত্যা

পরে জলাশয়ে পাশ দিয়ে হেঁটে যাওয়া স্থানীয়রা আহত আমিরুলের গোঙানির শব্দ শুনতে পেয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাতেই ঢাকায় নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

নিহত আমিরুলের ছোট ভাই কাজল প্রামাণিক জাগো নিউজকে বলেন, আমার ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা থেঁতলে দেওয়া হয়। যে কারণে তার শরীরের অসংখ্য জায়গায় রক্ত জমাট বেধেছিল। এ ঘটনার পর ঘাতক আব্দুল হাই ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে গেছেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এম এ মালেক/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।