দোকান কর্মচারীকে পেটালেন ছাত্রলীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৬:১১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

ময়মনসিংহে দোকান কর্মচারীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নাহিদ হাসান রাকিব রাজধানীর সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী।

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ নগরীর সিকে ঘোষ রোড এলাকার দয়াল রেডিও সার্ভিসে এ ঘটনা ঘটে।

Mym-5.jpg

মারধরের প্রতিবাদে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দোকান মালিক ও কর্মচারীরা নগরীর রামবাবু রোড ও সিকে ঘোষ রোড এলাকার দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ করেন। পরে পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের আশ্বাসে দিলে তারা বিক্ষোভ স্থগিত করেন।

প্রত্যক্ষদর্শী দয়াল রেডিও সার্ভিসের কর্মচারী লিপটন বলেন, রোববার রাত সাড়ে ৯টার দিকে ওই ছাত্রলীগ নেতাসহ পাঁচ-ছয়জন দোকানে একটি সাউন্ডবক্স কিনতে আসেন। এসময় সাউন্ডবক্সের দাম নিয়ে কথা বললে রাকিব উত্তেজিত হয়ে আমার এক সহকর্মীকে বেধড়ক মারধর করেন। এসময় তার সঙ্গে থাকা কয়েকজন মারধরে যোগ দেন।

Mym-5.jpg

ভুক্তভোগী বাদল আহমেদ বলেন, হাসপাতালে ভর্তি আছি। শরীর খারাপ লাগছে। খুব বেশি কিছু বলতে পারব না। তবে, গতকাল রাতে ছাত্রলীগ নেতা রাকিব পাঁচ- ছয়জনকে নিয়ে দোকানে সাউন্ডবক্স কিনতে আসে। দরদাম নিয়ে সে আমাকে বেধড়ক মারধর করে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে নাহিদ হাসান রাকিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইলফোন বন্ধ পাওয়া গেছে।

Mym-5.jpg

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন বলেন, বিষয়টি শুনেছি। তবে, বিষয়টি কতটুকু সত্য বা মিথ্যা জানার জন্য রাকিবের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তবে, সে যদি অন্যায় করে থাকে দল তার দায় নেবে না।

Mym-5.jpg

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল বলেন, এক দোকান কর্মচারীকে ছাত্রলীগ নেতার মারধরের প্রতিবাদে দোকান মালিক ও কর্মচারীরা নগরীর রামবাবু রোড ও সিকে ঘোষ রোড এলাকার দোকানপাট বন্ধ রেখেছিল। পরে দুপুরে দোকান মালিকদের সঙ্গে আলোচনা করে দোকান খোলা রাখার সিদ্ধান্ত হয়। এ ঘটনায় মামলা নেওয়া হবে।

মঞ্জুরুল ইসলাম/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।