ফেনীতে ৩ লাখ টাকার পলিথিন জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০২:৪৩ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

ফেনীতে একটি কারখানা থেকে ৫৬০ কেজি পলিথিন ও ১৫০০ পলিথিন রুল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে পলিথিন তৈরি করছিল কারখানাটি।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার বিসিক শিল্প নগরী চাড়িপুর এলাকায় এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: পলিথিন পুড়িয়ে পেট্রল-ডিজেল বানাচ্ছেন মোশাররফ

jagonews24

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তার নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ব্যবসায়ী মাইনুল ইসলামের কারখানা থেকে ৫৬০ কেজি পলিথিন, ১৫০০ পলিথিন রুল, ১২৫০ কেজি পলিথিন তৈরির প্লাস্টিক দানা জব্দ করা হয়। এগুলোর আনুমানিক মূল্য তিন লাখ ৫৬ হাজার টাকা।

আরও পড়ুন: পলিথিন ব্যাগ নিষিদ্ধ আইনের সঠিক বাস্তবায়ন দাবি

অভিযুক্ত মাইনুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য পরিবেশ অধিদপ্তর ফেনীর উপপরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুলতানা নাসরিন কান্তা জানান, পরিবেশের বিপর্যয় রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।