সাতক্ষীরা সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ভারতের সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর সীমান্ত এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক 

jagonews24

বৈঠকে বিজিবির সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক। বিএসএফের ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১১২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী চন্দ্র শেখর।

লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, বৈঠকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচার, মাদকদ্রব্য পাচার বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


আহসানুর রহমান রাজীব/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।