টাঙ্গাইল
আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে মহাসড়কে টায়ারে অগ্নিসংযোগ করে অবরোধ করেছেন পদবঞ্চিতরা।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঘাটাইল উপজেলা শিক্ষক সমিতি অফিসে সংবাদ সম্মেলন শেষে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাজাহান। তিনি বলেন, গত জানুয়ারি মাসের ২৮ তারিখে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। তবে ওই কমিটিতে জামায়াত-বিএনপি ও দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের পদ-পদবি দিয়েছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম লেবু।
ওই কমিটি বাতিল না করা হলে মার্চের ২০ তারিখে নতুন সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে ঘাটাইল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী ও লোকেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিলন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে প্রায় ৩০ মিনিট সড়কে যান চলাচল বন্ধ রাখেন উপজেলা আওয়ামী লীগের একাংশের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এসময় মহাসড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, উপজেলা আওয়ামী লীগের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতরা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়েই সড়কের অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক আছে।
আরিফ উর রহমান টগর/এমআরআর/জেআইএম