তাড়াশে সাবেক চেয়ারম্যান কুদ্দুস হত্যা মামলায় গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৫ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস সরকারকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার সাতদিন পর শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার কর হয়। শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করার পর শনিবার সন্ধ্যায় তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তারা হলেন- দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান গ্রামের শাহজাহান আলী (৪২), তালম ইউনিয়নের গুল্টা গ্রামের সুধীর উরাঁওয়ের ছেলে চঞ্চল কুমার উরাঁও (৩৯) ও মাধাইনগর ইউনিয়নের মাধাইনগর গ্রামের সাধন চন্দ্র বড়াইক (৪৮)।

আরও পড়ুন>> সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যা, দুইদিন পর মামলা

গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে দেশীগ্রাম ইউনিয়নের ভোগমান চারমাথা বাজারে ছেলে রুহুল আমীনের দোকানে বসেছিলেন আব্দুল কুদ্দুস সরকার। এসময় ১০/১৫ জন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত সেখানে তাকে গুলি করে পালিয়ে যায়।

এ ঘটনার পর থেকেই পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনার দুদিন পর সোমবার (২০ ফেব্রুয়ারি) নিহতের বড় ছেলে রুহুল আমিন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫/২০ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এমএ মালেক/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।