টাঙ্গাইলে তিন ইটভাটা মালিকের ১৯ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলে তিন ইটভাটায় অভিযান চালিয়ে ১৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নূরেন ও মো. আব্দুর রউফ অভিযান চালান।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ ছাড়পত্র ছাড়া ইটভাটা চালু করায় তিন মালিককে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক তুহিন আলম, তাপস চন্দ্র পাল, জেলা পুলিশের সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে তুহিন আলম তিনি জানান, চলতি মৌসুমে টাঙ্গাইলের ৩৭ ইটভাটা থেকে দুই কোটি ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস