মহিলা আ’লীগের ৫ নেত্রীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩

বগুড়ার ধুনটে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জেলা পরিষদের সাবেক সদস্য নাজনীন নাহারসহ মহিলা আওয়ামী লীগের পাঁচ নেত্রীর বিরুদ্ধে থানায় ছিনতাইয়ের অভিযোগে মামলা করা হয়েছে।

উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক লিপি আকতার বাদী হয়ে মামলাটি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দলীয় কর্মকাণ্ড নিয়ে বিরোধ রয়েছে। দীর্ঘদিন ধরে দুই পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তারই ধারাবাহিকতায় শহীদ দিবসে পৃথকভাবে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনার জেরে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় একটি হোটেলে সংঘর্ষে সভাপতির পক্ষের লিপি আকতার ও সাধারণ সম্পাদকের পক্ষের কাউসার জাহান কেয়া আহত হন।

এ ঘটনায় লিপি আকতার বাদী হয়ে রাতে থানায় লিখিত অভিযোগ করেন। আরজিতে লিপি আকতারকে মারধর ও তার কাছ থেকে স্বর্ণালঙ্কারসহ প্রায় সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের বিষয়টি উল্লেখ রয়েছে।

মামলায় বগুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন নাহার, মহিলা আওয়ামী লীগ নেত্রী কাউসার জাহান কেয়া, ঝর্না খাতুন, রোকেয়া ও ডলি খাতুনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে নাজনীন নাহার বলেন, মহিলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। তবে ওই ঘটনায় আমি জড়িত ছিলাম না। রাজনৈতিক কারণে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, লিপি আকতার নামের এক নারীর অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।