নদীতে টিকটক করতে গিয়ে প্রাণ গেলো তরুণের
টাঙ্গাইল সদর উপজেলার পৌলী নদীতে টিকটক করার সময় পানিতে ডুবে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঘারিন্দা ইউনিয়নের নওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত অপু (২২) টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের হাতিলা গ্রামের ফজর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে হাতিলা গ্রাম থেকে পাঁচ থেকে ছয়জন তরুণ নওগাঁ গ্রামের পৌলী নদীর পাড়ে টিকটক করতে যান। এসময় টিকটক করার জন্য সবাই একসঙ্গে নদীতে ডুব দেন। ডুব দিয়ে সবাই তীরে উঠলেও অপু নিখোঁজ হন। পরবর্তীকালে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালিয়ে অপুর মরদেহ উদ্ধার করে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইদ্রিস মিয়া বলেন, স্থানীয়রা হটলাইন নম্বরে ফোন দিলে প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে ডুবুরি দল ওই তরুণের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরিফ উর রহমান টগর/এমআরআর/জেআইএম