ভাষাশহীদ আবদুল জব্বারের বাড়িতে মানুষের ঢল
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ের ভাষাশহীদ আব্দুল জব্বারের বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করছে। আয়োজন করা হয়েছে মেলা, সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। ভাষাশহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে হাজার হাজার দর্শনার্থী ভিড় করেছেন।
অমর একুশের প্রথম প্রহরে সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১ মিনিটে জব্বার নগরের ভাষাশহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
মঙ্গলবার ভোর থেকে আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আসা শুরু করে মানুষজন। জাদুঘর প্রাঙ্গণে হাজার হাজার মানুষের সমাগম হয়। পরে বেলা ১১টার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ, ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম, নাজমুল হক ঢালী প্রমুখ।
পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও দুজন ভাষাসৈনিককে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। বিকেলে উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
মঞ্জুরুল ইসলাম/এসআর/জেআইএম