বরগুনায় রাতের আঁধারে শহীদ মিনার ভেঙে দিলো দুর্বৃত্তরা
বরগুনার আমতলীর চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার রাতের আঁধারে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ কারণে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করতে পারেনি।
সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আমতলী উপজেলার চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় মাঠে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে শিক্ষার্থীরা। তবে রাতে কে বা কারা শহীদ মিনারটি ভেঙে ফেলে। সকালে ওই শহীদ মিনারে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করতে গেলে ভাঙা দেখতে পান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আউয়াল বলেন, ভাষাশহীদদের স্মরণে শহীদ মিনার প্রস্তুতের সব কার্যক্রম সম্পন্ন করে রাত ১০টার দিকে বাড়িতে চলে যাই। সকালে এসে দেখি দুর্বৃত্তরা শহীদ মিনার ভেঙে ফেলেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, যারা ভেঙেছে তারা দেশের শত্রু। ওরা দেশদ্রোহী। প্রশাসনের কাছে দাবি জানাই ওদের যেন দ্রুত খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হয়।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম জাগো নিউজকে বলেন, এটা অত্যন্ত ভয়ংকর ঘটনা। এটা আমাদের জন্য অশনিসংকেত। জড়িতদের আইনের আওতায় আনতে ওসিকে নির্দেশ দিয়েছি।
এসআর/জেআইএম