মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩

মেহেরপুরের মুজিবনগরে শিশু ধর্ষণের দায়ে খোকন ওরফে প্রতীক (৩৫) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তৌহিদুল ইসলাম এ রায় দেন।

খোকন মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মুকুল শেখ ওরফে মুকুল ডাকাতের ছেলে। তাকে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) একেএম আসাদুজ্জামান জানান, ২০১৭ সালের ৪ ফেব্রুয়ারি প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণ করে খোকন। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা এসআই সুব্রত কুমার পাল একমাত্র আসামি খোকনকে দোষী সাব্যস্ত করে চার্জশিট দেন।

দীর্ঘ শুনানি শেষে আদালত খোকনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ পাঁচ লাখ জরিমানা করেন। অনাদায়ে তাকে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামের মাধ্যমে বিক্রি করে ক্ষতিপূরণ বাবদ ধর্ষিতাকে পাঁচ লাখ টাকা ট্রাইব্যুনালে জমা দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেন আদালত।

আসিফ ইকবাল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।