বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ বাংলাদেশি আটক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩

যশোরের বেনাপোলের আমড়াখালি চেকপোস্টে ৩০ হাজার মার্কিন ডলারসহ তোফাজ্জল হোসেন (৫২) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়েছে। তিনি মুন্সিগঞ্জের বাসিন্দা।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলকাতা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ডলারসহ তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, আমড়াখালি চেকপোস্টের সামনে কলকাতা থেকে ঢাকাগামী একটি বাস তল্লাশি করা হয়। এসময় এক যাত্রীর কাছ থেকে বিশেষ কায়দায় লুকানো ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করে তাকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে দুইটি মোবাইলফোন জব্দ করা হয়।

বিজিবির এ কর্মকর্তা আরও বলেন, পরবর্তীকালে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মার্কিন ডলার কলকাতা থেকে অবৈধভাবে বহন করছিলেন বলে বিজিবির কাছে স্বীকার করেন। জব্দ মার্কিন ডলার ও মোবাইলসহ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

মো. জামাল হোসেন/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।