সলঙ্গা থানা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:০০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

সিরাজগঞ্জে শৃঙ্খলা ভঙের অভিযোগে সলঙ্গা থানা ছাত্রলীগের কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে সলঙ্গা থানা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কমিটি গঠনে অনিয়ম ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে সাংগঠনিক কার্যক্রম স্থগিত ও কমিটি কেন বিলুপ্ত ঘোষণা করা হবে না মর্মে সাত দিনের মধ্যে সভাপতি ও সম্পাদকের নিকট থেকে সশরীরে লিখিত জবাব চাওয়া হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু জাগো নিউজকে বলেন, থানা কমিটির কার্যক্রম স্থগিত হয়েছে এমন কোনো চিঠি এখনও পায়নি, তবে কার্যক্রম স্থগিত করেছে বলে শুনেছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু ও সাধারণ সম্পাদক রিপন হাসানকে অবাঞ্ছিত ঘোষণা করে টায়ারে আগুন জালিয়ে বিক্ষোভ মিছিল করে সলঙ্গা ডিগ্রী কলেজ ও থানা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এম এ মালেক/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।