ভালোবাসা দিবসে হোটেলে উঠে পরদিন লাশ মিললো নারীর, স্বামী পলাতক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

কক্সবাজার পৌর শহরের বাজারঘাটা এলাকায় ‘সি বার্ড’ নামের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হোটেলের ৩১০ নম্বর কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই গৃহবধূর নাম জেসমিন আক্তার (২৭)। তিনি বাগেরহাটের মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হোটেল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) শহরের বাজারঘাটায় আবাসিক হোটেল সি বার্ডের ৩১০ নম্বর কক্ষে ওঠেন জেসমিন আক্তার ও তার স্বামী মোস্তাফিজুর রহমান। বুধবার দুপুরে স্বামী রুমের বাইরে থেকে তালা দিয়ে চলে যান। হোটেল বয়রা রুমের ভেতর আলো জ্বলতে দেখে ডাকাডাকি করেন। কিন্তু সাড়াশব্দ না পেয়ে হোটেল থেকে পুলিশকে খবর দেওয়া হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে সিআইডির একটি অপরাধ টিম ঘটনাস্থলে আসে। তথ্য নেওয়া শেষ হলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী মোস্তাফিজ স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সায়ীদ আলমগীর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।