নওগাঁ

সীমান্তে অর্ধকোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৮:৫৭ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
সীমান্ত থেকে উদ্ধার হওয়া কষ্টিপাথরের দুটি মূর্তি

নওগাঁর ধামইরহাট উপজেলা সীমান্ত থেকে কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় সীমান্তবর্তী কৈগ্রাম নাওয়াল আদিবাসী পাড়া থেকে মূর্তি দুটি উদ্ধার করা হয়।

১৪-বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে কিছু কষ্টি পাথরের মূর্তি জমা করে রাখে পাচারকারীরা। এমন সংবাদে কৈগ্রাম নাওয়াল আদিবাসী পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় দুটি নারায়ণ মূর্তি উদ্ধার করা হয়। এর একটির ওজন ৪৩ কেজি ৩০০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৪৩ লাখ ৩০ হাজার টাকা। অপরটির ওজন ১৭ কেজি ৭০০ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৭ লাখ ৭০ হাজার টাকা।

উদ্ধার মূর্তিগুলো স্থানীয় প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন

আব্বাস আলী/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।