চাঁদাবাজি মামলা, নির্দোষ দাবি যুবলীগ নেতার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
সংবাদ সম্মেলন করেন যুবলীগ নেতা রফিকুল ইসলাম নান্নু

চাঁদাবাজি মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু। তার বিরুদ্ধে কুচক্রী মহল একজন প্রবাসীকে দিয়ে আদালতে চাঁদাবাজির মিথ্যা মামলা করিয়েছেন বলেও দাবি তার।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এসব দাবি করেন রফিকুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন- রফিকুলের স্ত্রী বিউটি আক্তার, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন ও তার সংবাদ সম্মেলনে যুবলীগ নেতা রফিকুল বলেন, ‘একটি কুচক্রী মহল আমার হেয়প্রতিপন্নের জন্য ২৮ জানুয়ারি পিরোজপুর গ্রামের মো. সামছুল হকের ছেলে শরিফ হোসেন চাঁদাবাজির মামলা করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। এতে আমার এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। চাঁদা দাবির অভিযোগ কখনোই সত্য নয়।’

তিনি আরও বলেন, ‘উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সাবেক চরমেনিখালিস্ত হালে হাবিবপুর মৌজায় ৮ শতাংশ ভূমি আমার সহধর্মিণী মোসা. বিউটি আক্তার পৈতৃক এবং ক্রয়সূত্রে মালিক ও দখলদার হন। তবে জমি নিয়ে বিরোধ থাকায় আদালতে মামলা চলমান। ২৪ জানুয়ারি উভয়পক্ষের উপস্থিতিতে পঞ্চায়েত বৈঠক হয়। বৈঠকের ফয়সালা না মেনে শরিফ হোসেন আমার বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা করেন। মামলা বা জায়গায় আমার সম্পৃক্ততা নাই। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী মো. শরীফ মিয়া বলেন, ‘আমার কাছে নান্নু চাঁদা চাওয়ার কারণেই আদালতে মামলা করেছি। আমি প্রবাসী। কখনোই একজনের বিরুদ্ধে মামলা করে এমনিতেই ঝামেলায় জড়াবো না। ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছি। তবে কোনো রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে নয়।’

রাশেদুল ইসলাম রাজু/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।