বসন্তেও শীতের দাপট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

একদিনের হালকা বৃষ্টিতে মৌলভীবাজারে দুদিন ধরে চলছে শীতের দাপট। বসন্তের প্রথমদিন মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মৌলভীবাজারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল শহরের বাসিন্দা মোহাম্মদ শাহজাহান জাগো নিউজকে বলেন, ‘রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে হঠাৎ বৃষ্টি নামে। এরপর থেকেই বিদায়ী শীত আবার দাপটের সঙ্গে জেঁকে বসেছে। ঠান্ডার প্রকোপ বেড়ে যাওয়ায় ঘরে ঘরে সর্দি-কাশি দেখা দিয়েছে।’

ওষুধ বিক্রেতা কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, দুদিন ধরে ঠান্ডাজনিত রোগের ওষুধ বেশি বিক্রি হচ্ছে। রাতে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে।

কাউয়াদীঘি হাওরপাড়ের হালদার গ্রামের জুয়েল মিয়া বলেন, হাওরের নিম্নাঞ্চলে বোরো চাষ শেষ হলেও এখন পরিচর্যার সময়। তবে শীতের প্রকোপে কাজে যেতে পারছি না। এতে ধানচাষের ক্ষতি হচ্ছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা আনিছুর রহমান বলেন, গত দুদিন ধরে শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। মঙ্গলবার বেলা ১১টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আব্দুল আজিজ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।