পাবনায় যে বাড়িতে থাকেন নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:১৪ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

অডিও শুনুন

পাবনা শহরের জুবিলী পুকুরপাড়ের একটি একতলা বাড়িতে বসবাস করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি পাবনা শহরের বাইরে থাকলে বাড়িটি তালাবদ্ধ থাকে।

একজন পাহারাদার আছেন যিনি রাতে পাহারা দেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি এখন ঢাকায় থাকায় তার বাড়িটি তালাবদ্ধ দেখা গেছে।

কথা হয় মো. সাহাবুদ্দিনের প্রতিবেশী অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাসের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ‘পাবনার এডওয়ার্ড কলেজে ছাত্ররাজনীতি করার সময় থেকেই আমরা ঘনিষ্ঠ ছিলাম। পরবর্তী সময়ে তিনি প্রতিবেশীও হয়ে যান। একজন গুণী, সজ্জন ব্যক্তি হিসেবে তার সুখ্যাতি রয়েছে।’

আরও পড়ুন: সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

তার বাসার পাশেই কৃষি কর্মকর্তা জামাল উদ্দিনের বাসা। তিনি জানান, সরু গলিতেই নতুন রাষ্ট্রপতির বাসা। একতলা বাড়িটিতে তিনি থাকেন। তিনি পাবনায় না থাকলে বাসাটি তালাবদ্ধ থাকে।

জামাল উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘আমার প্রতিবেশী মো. সাহাবুদ্দিন একজন গুণী মানুষ। তিনি রাষ্ট্রপতি হওয়ায় আমরা অনেক আনন্দিত।’

পাবনায় যে বাড়িতে থাকেন নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

কথা হয় নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বোন ফারজানা মহিউদ্দিনের সঙ্গে। ভাই রাষ্ট্রপতি হওয়ায় তিনি অনেক খুশি। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও জানান।

আরও পড়ুন: ভাবিনি রাষ্ট্রপতি হবো: সাহাবুদ্দিন

ফারজানা মহিউদ্দিন জাগো নিউজকে বলেন, ‘ভাই ছোটবেলা থেকেই মেধাবী ও সৎ। বঙ্গবন্ধুর স্নেহধন্য ছিলেন। দেশের জন্যও তিনি জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। দেশ তাকে আজ বিরাট সম্মান দিয়েছে।’

মো. সাহাবুদ্দিনকে দেশের ২২তম রাষ্ট্রপতি ঘোষণা করে সোমবার (১৩ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরআগে দুপুরে রাষ্ট্রপতি পদে আর কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

আমিনুল ইসলাম জুয়েল/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।