গরুর ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:৪৫ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
সিয়াম হোসেন বিদ্যুৎ

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেলে যাওয়ার সময় গরুর সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে সিয়াম হোসেন বিদ্যুৎ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বাসাইল-পাথরঘাটা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর ইউনিয়নের কাঠালতলী এলাকায় ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর পশ্চিমপাড়া এলাকার শাহজাহানের ছেলে।

স্থানীয়রা জানান, সিয়াম মোটরসাইকেলে বাসাইল থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে একটি গরুর সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। এতে গুরুতর আহত হন সিয়াম। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জাকারিয়া বলেন, গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করি। হাসপাতালে নেওয়ার পথে মারা যান সিয়াম।

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শামীম আল মামুন জানান, গরুর সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী সিয়াম সড়কে পড়ে গিয়ে নিহত হয়েছেন। ঘটনাটি খুবই দুঃখজনক।

আরিফ উর রহমান টগর/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।