স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, যুবকের ৩ মাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩

গাজীপুরের কাপাসিয়ায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অপরাধে মো. শাহরুখ খান রনি (২১) নামের এক যুবককে তিনমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন এ আদেশ দেন।

রনি কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর গ্রামের মো. মোস্তফার ছেলে।

আদালত সূত্র জানায়, রোববার দুপুরে উপজেলার কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রী টিফিন আনতে পাশের বাজারে গেলে মো. শাহরুখ খান রনি তাদের নির্জন গলিতে নিয়ে যান। এ সময় এক ছাত্রী ছুটে গিয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। তখন বাজারের ব্যবসায়ী ও উপস্থিত লোকজন ওই গলি থেকে অপর ছাত্রীকে রনির কাছ থেকে উদ্ধার করে। এ সময় তারা রনিকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানায়।

পরে সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসাইন ঘটনাস্থলে গিয়ে ভিকটিম, আসামি ও সাক্ষীদের জবানবন্দি শেষে শ্লীলতাহানির চেষ্টার অপরাধে অভিযুক্ত মো. শাহরুখ খান রনিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, শ্লীলতাহানির চেষ্টার অপরাধে অভিযুক্ত বখাটেকে কারাগারে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।